বিমানবন্দরে প্রবাসীর স্বজনদের বসে অপেক্ষা করার মতো নেই কোনো ব্যবস্থা

শেয়ার করুন          দেশের অর্থনীতিতে এখন সবচেয়ে বড় বিস্ময়ের নাম প্রবাসি। প্রতিনিয়ত রেমিট্যান্সের মাধ্যমে অর্থনীতির চাকা সচল রাখতে তাদের ভূমিকা নেই। কিন্তু স্মমানিত প্রবাসীদের স্বজনরা বিমানবন্দরে তাদের জন্য অপেক্ষা করতে এসে পোহায় নানা বি’ড়ম্ব’না। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রির স্বজনদের বাসার মত কোনো জায়গা রাখা হয়নি। রেলিং ধরে কিংবা লোহার বেস্টনীতে হাত রেখে দাঁড়িতে থাকে দীর্ঘক্ষণ। আবার কাউকে দেখা যায় দেয়ালের উপর শুয়েই ঘুমাচ্ছে। এমনকি খোলা আকাশের নীচে পরিত্য’ক্ত কাগজ কুড়িয়ে বসে থাকা লোকেরও অভাব নেই। এদের মাঝে অনেকেই তীব্র দা’বদাহে অ’সুস্থও হয়ে পড়ছেন প্রতিনিয়ত। যেন তাদের কেউ নেই, … Continue reading বিমানবন্দরে প্রবাসীর স্বজনদের বসে অপেক্ষা করার মতো নেই কোনো ব্যবস্থা